
মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে এক গ্রুপের হামলায় অপর গ্রুপের অন্তত ১০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। এসময় হামলাকারীরা কমপক্ষে ৮ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। তাদের মধ্যে সেলিনা বেগম ও কায়েশ নামে দু’জনকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে কাশিপুর বেদেপল্লীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানাই,দীর্ঘদিন ধরে বেদে পল্লীতে দু,গ্রুপের মধ্যে দ্বন্ধ – সংঘাত চলে আসছে। এর মধ্যে এক গ্রুপের নেতৃত্ব আছে মনিরুল ইসলাম অপর গ্রুপের নেতৃত্ব আছে রাসেল হোসেন।
শনিবার ভোরে রাসেল গ্রুপের লোকজন মনিরুল গ্রুপের লোকজন ও বাড়ি ঘরের উপর আচমকা হামলা করে । উল্লেখ্য গত বছর ২৯ নভেম্বর বেদে পল্লীতে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আরিফুর ইসলাম নিহত হয়। নিহত আরিফ রাসেল গ্রুপের নেতৃত্ব দিতো। আরিফ হ
ত্যার পর বেদে পল্লীতে দ্বন্ধ – সংঘাত লেগেই আছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ রহিম মোল্লা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।