
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে রবিউল ইসলাম(৫০) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে । এ সময় তার নিকট হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী রবিউল নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ১১ মার্চ(শনিবার) রাতে ডিবি পুলিশের একটি টিম নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।
নড়াইল পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর।