
নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আজ (২১ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশের আয়োজনে অত্র থানা প্রাঙ্গণে নড়াগাতি পূজা উদযাপন কমিটি ও সুধীজনদের সাথে আইনশৃঙ্খলা এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সুকান্ত কুমার সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতি থানা, নড়াইল। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
নড়াইলের পুলিশ সুপার নড়াগাতি থানায় উপস্থিত হলে নড়াগাতি থানা আওয়ামী লীগ ও থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার, সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দুর্গোৎসব উদযাপন বিষয়ে গৃহীত ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সুধীজনদের মতামত গ্রহণ করেন।
পুলিশ সুপার বলেন, নড়াইল শিক্ষা, ক্রীড়া, সাহিত্য ও ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আইন শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন দমন ইভটিজিং সহ দালাল, জুয়া ও মাদক মুক্ত শান্তিপূর্ণ নড়াইল গড়তে পুলিশ সর্বদা জনগণের পাশে আছে।
তিনি আরো বলেন, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের নিজস্ব ব্যবস্থাপনায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করা সহ যথাসময়ে প্রতিমা বিসর্জনের জন্য অনুরোধ করেন।
এছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
এছাড়াও তিনি আরো বলেন, আপনারা অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সোচ্চার হোন এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অন্যায়ের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ সময় থানাকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সকল অংশীজনকে ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি এ সময় কোন প্রকার গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে সকলকে আহবান জানান।
মতবিনিময় সভায় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, নড়াগাতি থানা পুলিশ এবং অত্র থানার মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সকল সভাপতি সেক্রেটারি, জনপ্রতিনিধিগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Hi there, You’ve done an incredible job. I will certainly digg it and personally recommend to my friends.
I am sure they will be benefited from this web site.
Howdy! This blog post could not be written much better! Looking at this article reminds me of my previous roommate!
He always kept preaching about this. I’ll forward this post to him.
Fairly certain he’s going to have a great read. Many thanks for sharing!
I feel this is among the such a lot important info for me.
And i am happy reading your article. But wanna commentary on few common issues, The
web site style is ideal, the articles is in point of fact nice :
D. Excellent task, cheers
Thank you for the good writeup. It if truth be told used to be a
enjoyment account it. Glance complex to far added agreeable from you!
However, how could we keep in touch?