নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ছাত্রজনতার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার পক্ষ থেকে এ পদযাত্রা পালন করা হয়েছে৷ বৃহস্পতিবার (১৫ আগস্ট) নড়াইল চৌরাস্তা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। পদযাত্রীয় ছাত্ররা, হৈহৈ-রই রই খুনি হাসিনা গেলে কই, জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, আমার ভায়ের রক্ত বৃথা যেতে দেবোনা এছাড়াও যেখানেই অন্যায় সেখানেই ছাত্রসমাজের প্রতিবাদ ধ্বনিতে স্লোগান দেন তারা।
পদযাত্রা শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সমন্বয়ক শাহরিয়ার পারভেজ ইমন, মোঃ রোমান শেখ, হাসিবুর রহমান বিপুল, আশিকা বিল্লাহ সহ অনেকে৷
পদযাত্রায় বক্তারা, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ছাত্র জনতাকে সব সময় সতর্ক থাকার আহ্বান জানান।