এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-
বন্যার্তদের সহযোগিতায় ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি
করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। এ কর্মসূচিতে নগদ অর্থসহ নানা সহায়তা দিচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সবাই।গতকাল সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের বড় বাজার রেলগেট এলাকায় এ কর্মসূচি শুরু করা হয়।
এসময় গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, ‘বর্তমানে বানভাসি মানুষের যে অসহায়ত্ব তা আর কখনও দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে আমাদের এই কর্মসূচি।’এছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন অপু। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা
জীবন, মনির সহ অন্যান্যরা। পরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বানভাসিদের জন্য ত্রাণ সংগ্রহ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা