নড়াইল জেলা প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইউনিয়ন কমিটিতে বিএনপি নেতার নাম থাকায় প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও যুবলীগের কমিটিতে নাম থাকা সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) কালিয়া উপজেলার ১৩ নং বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন ভূক্তভোগী সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও হেদায়েতপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ নাজমুল হুদা। ইউনিয়ন যুবলীগের কমিটির নাম থাকায় প্রতিবাদ জানিয়ে সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হুদা তার বক্তব্যে বলেন, আমি ২০০১ সাল থেকে সাবেক সালামাবাদ ইউনিয়ন ছাত্রদল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন আলাদা হওয়ার পরেও এই ইউনিয়নের ছাত্রদল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এবং আমার পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। কিন্তু আওয়ামী লীগের কিছু ব্যক্তিগণ আমার এবং আমার পরিবারের সম্মানহানি করার জন্য তারা ইউনিয়ন যুবলীগের কমিটিতে আমাকে ৪ নং সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করে আমার এবং আমার পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করেছে এবং যখন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে তখন আমি ছাত্রদল করার কারণে আওয়ামী লীগের লোকজনের হামলা মামলার ভয়ে ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলাম। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে আমি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলাম সেহেতু যুবলীগের কমিটিতে নাম থাকার বিষয়ে আমি কিছুই জানিনা। কিন্তু এলাকার কিছু আওয়ামী গুন্ডারা আমার নামে যুবলীগের ট্যাগ লাগিয়ে আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল এবং এই কমিটির বিষয়ে আমি বিগত কয়েকদিন আগেই অবগত হয়েছি। তার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সমাবেশ। এসময় উপস্থিত ছিলেন, বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান শেখ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভীন,২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুসল্লী সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।