ঢাকা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজে নানামুখী কার্যক্রমে সক্রিয় ছাত্রদল

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে মিছিল-মিটিং, শোডাউনসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সরব হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সরকার পতনের আগের সময়ে সংগঠনটির
  • আপলোড তারিখঃ 28-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 187328 জন
ভিক্টোরিয়া কলেজে নানামুখী কার্যক্রমে সক্রিয় ছাত্রদল ছবির ক্যাপশন: ভিক্টোরিয়া কলেজে নানামুখী কার্যক্রমে সক্রিয় ছাত্রদল
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে মিছিল-মিটিং, শোডাউনসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সরব হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সরকার পতনের আগের সময়ে সংগঠনটির সীমিত কার্যক্রম থাকলেও এখন নিয়মিতভাবে কলেজে চলছে দলীয় কার্যক্রম। প্রতিদিনই ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে আসছেন এবং নিজেদের মতো করে সভা সমাবেশ করছেন। কলেজ ক্যাম্পাসে সরব কর্মসূচি করতে দেখা গেছে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসানকে। প্রায়ই কলেজ ক্যাম্পাসে এসে নেতাকর্মীদের নিয়ে মিছিল, শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে ছাত্রদল। শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করবো আমরা। ছাত্র রাজনীতি বন্ধ না করে এখন উচিত যৌক্তিক সংস্কারের দিকে মন দেয়া। অন্যথায় বিরাজনীতিকরণের সংস্কৃতি ছাত্রসমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এদিকে দলীয় কর্মসূচিতে সরব ভূমিকায় দেখা গেছে কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনুকেও। তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে সহিংসতামুক্ত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী সরকারের সেবাদাস ছাত্রসংগঠন ব্যতিত অন্য সংগঠনগুলো ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে। এ বিষয়ে ছাত্রদল উদার থাকবে। এ প্রসঙ্গে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাসানুল বান্না তনু বলেন, ছাত্ররাজনীতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা৷ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি যদি কল্যাণকর চর্চা বয়ে নিয়ে আসতে পারে, তাহলে তো কারো আপত্তি থাকার কথা নয়। আরেক শিক্ষার্থী ও সামাজিক সংগঠন 'চলো পাল্টাই'য়ের সভাপতি জাকারিয়া খান বলেন, রাজনীতি অনেক বড়ো একটা অধ্যায়। রাজনীতি বোঝার জন্য ও করার জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন। সর্বপরি সম্পূর্ণ সুনির্দিষ্ট জ্ঞানসমৃদ্ধ ব্যক্তিদ্বারা রাজনীতির অগ্রগতি হলে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা সুনির্দিষ্ট পরিকল্পিত ও সম্পূর্ণ একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। এজন্য ছাত্ররাজনীতি জ্ঞানচর্চামূলক ও কল্যাণকর হওয়া উচিত।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স