ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে মহালয়ার রাতে প্রতিমা ভাংচুর

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে মহালয়ার রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1257221 জন
নড়াইলে মহালয়ার রাতে প্রতিমা ভাংচুর ছবির ক্যাপশন: নড়াইলে মহালয়ার রাতে প্রতিমা ভাংচুর
ad728

নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে মহালয়ার রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর ভূমি কর্মকর্তা, সদর থানার ওসি সহ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী পূজা মন্দির ভাংচুর হওয়া প্রতিমা স্থল পরিদর্শন করেন। বুধবার ( ২ অক্টোবর) মহালয়ার দিনে দিবাগত রাতে কে বা কাহারা মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। ভাংচুর হওয়া প্রতিমা গুলোর ভিতর রয়েছে গনেশ, লক্ষী, সরস্বতী, ভাংচুর করা হয়েছে তাদের বাহন ময়ুর ও হাঁস। প্রতিমা ভাংচুর কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার রায় বলেন, রাত ১২ টা পর্যন্ত এখানে আমাদের লোক ডিউটিতে ছিল। পরবর্তী সময়ে কে বা কাহারা এই প্রতিমা ভাংচুর করেছে। সকাল ১০ টার দিকে প্রতিমা ভাংঙ্গা দেখতে পেয়ে স্থানীয় দের জানানো হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনে জানিয়েছি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ পংকজ বিহারী (অন্ন) ঘোষ বলেন, ঘটনাস্থলে আমারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গিয়েছি। সেখানে পুলিশ সুপার, জেলা প্রশাসক গিয়েছিল। বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য পূজা কমিটিকে মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভাংচুর হওয়া প্রতিমা গুলো পূর্ণ নির্মানের জন্য দ্রুত সময়ের মধ্যে কারিগর এনে ঠিক করতে বলা হয়েছে। সঠিক তদন্ত করে দুষ্কৃতকারীদের খুজে বের করা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । আজ থেকে স্থানীয়দের সাথে পুলিশ পাহারা জোরদার হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স