নড়াইল জেলা প্রতিনিধি।
সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় নড়াইল জেলার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে নতুন চার জনকে দায়িত্ব দেয়া হয়েছে।বুধবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানায় নতুন ওসিদের দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো
বদলি করা কর্মকর্তাদের মধ্যে নড়াইল সদর থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলামকে নড়াইল সদর থানার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) থেকে জেলায় যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমানকে লোহাগড়া থানার, একই শাখা থেকে জেলায় যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলামকে কালিয়া থানার, ফেনী জেলা পুলিশ থেকে জেলায় যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলামকে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
একই আদেশে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম , কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, নড়াগাতী থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমানকে নড়াইল লাইনওআরে বদলি করা হয়েছে
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান মঙ্গলবার (৮ অক্টোবর) যোগদান করেন, অন্য তিন থানা নড়াইল সদর, কালিয়া এবং নড়াগাতী থানার ওসি পরদিন বুধবার (৯ অক্টোবর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সংশ্লিষ্ট থানায় যোগদান করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহা. মেহেদী হাসানকে রেলওয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পরে বগুড়া পিবিআই এর পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে নড়াইলের পুলিশ সুপার (এসপি) হিসাবে বদলি করা হয়।