ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় সবেদ আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছে ।
  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 146333 জন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ  নিহত ছবির ক্যাপশন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ।।  ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় সবেদ আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছে । সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভান্ডারী পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সবেদ আলী ভান্ডারীপাড়া গ্রামের মরহুম জাকের আলী শেখের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তার নাতি নিয়ে ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় বকশিপুর থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সবেদ আলী নামের এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদাহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান