ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

নড়াইলে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩০ টি স্মার্ট ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা। মঙ্গলবার
  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1259468 জন
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর ছবির ক্যাপশন: নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩০ টি স্মার্ট ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা। মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেল (সিসিআইসি) টিম পুলিশ উদ্ধার করে। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৮০ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেয়া হয়। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে। তারা তাদের মোবাইল হারানোর পর নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করেন। এরপর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেল( সিসিআইসি) দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান গণমাধ্যম কর্মিসহ সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধিকে কুপিয়ে জখম