ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুত করায় নড়াইলে চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০
  • আপলোড তারিখঃ 18-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16979 জন
নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন: নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে জরিমানা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুত করায় নড়াইলে চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ নভেম্বর) কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে, নড়াইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে চাঁচুড়ী বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে বাজারের ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে তিন হাজার টাকা, বাবুলাল সাহাকে এক হাজার টাকা, পরমানন্দ বিশ্বাসকে ৫০০ টাকা ও মুজাম খানকে ২০০ টাকা জরিমানা করে। অভিযানে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্জয় ঘোষ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে সাজা ও জরিমানা দায়ের করা হচ্ছে। অভিযানকালে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স