ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহ শৈলকুপায় জমি থেকে ধান আনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ
  • আপলোড তারিখঃ 08-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25470 জন
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ,  আহত ৬ ছবির ক্যাপশন: ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার,  ঝিনাইদহ   || ঝিনাইদহ শৈলকুপায় জমি থেকে ধান আনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে ধানের জমিতে পথ বের করা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, দোহারো গ্রামের দাউদ আলী নামে এক ব্যক্তি মাঠে ধান আনতে ভ্যান নিয়ে যায়। এসময় একই গ্রামের হিয়ার আলীর জমির কাটা ধান সরিয়ে যাওয়ার সময় ব্যক্তি বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সাথে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোশাররফ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় সাবেক চেয়ারম্যান বোরাক আলী বলেন, “মাঠ থেকে ধান আনার পথ বন্ধ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।”


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঝিনাইদহের আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী পালন