ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের

নড়াইলে বাসনা মল্লিক (৫০) নামে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় থানায় মামলা
  • আপলোড তারিখঃ 29-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 125156 জন
নড়াইলে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের ছবির ক্যাপশন: নড়াইলে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে বাসনা মল্লিক (৫০) নামে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ ১/২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন- সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নপর দৌলতপুর গ্রামের ওসমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), আয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) ও শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। এদিকে এ মামলার আসামি ফারুক মোল্যাকে (৫০) গ্রেফতার করে পুলিশ। শনিবার ভোরে মাগুরা জেলার হরিশপুর এলাকায় অবস্থিত তার বিয়াই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মামলার বলেন, এ ঘটনায় ফারুক মোল্যা নামে একজনকে শনিবার ভোরে মাগুরা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান