ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23242 জন
নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) প্রতিবাদ মিছিলটি লোহাগড়ার কুন্দশী চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষীপাশা চৌরাস্তা ঢাকা কাউন্টারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান দপ্তর সম্পাদক টিপু সুলতান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামকে হত্যা প্রচেষ্টাকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা শফিকুল ইসলাম সবুজ, মো. নায়েব আলী, নজরুল ইসলাম মোল্লা, খিজির আহমেদ, মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মিলু শরীফ, খান মাহমুদ আলম, সোহেল রানা লাক্সমি, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান