ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পুলিশের কাছ থেকে আসমি ছিনতাইয়ের অভিযোগ

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকা থেকে বেল্লাল শেখ নামে এক আসামি ছিনতাইয়ের ঘটনা
  • আপলোড তারিখঃ 24-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16210 জন
নড়াইলে পুলিশের কাছ থেকে আসমি ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন: নড়াইলে পুলিশের কাছ থেকে আসমি ছিনতাইয়ের অভিযোগ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকা থেকে বেল্লাল শেখ নামে এক  আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । শনিবার (২৩ নভেম্বর) সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। বিল্লাল শেখ নড়াইল সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে,  চেকের ওয়ারেন্ট ভূক্ত আসামি বেল্লাল শেখকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে আনতে গেলে এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী চক্র পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।  একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলায় রয়েছে আসামি বিল্লালের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায়  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি  সেনাবাহিনীর ঘটনাস্থলে রয়েছে। অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে কৃষক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ