ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে
  • আপলোড তারিখঃ 30-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40456 জন
ঝিনাইদহে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: ঝিনাইদহে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ad728

সিনিয়র ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সঙ্গে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। স্হানীয়রা জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রবিবার বিকেলের কোন এক সময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। সেখানে হয়তো পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, পুকুর থেকে চিনি কলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর