ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ভয়াবহ অগ্নিকান্ড, বিএনপি'র কার্যালয়সহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই!

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন
  • আপলোড তারিখঃ 03-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 150619 জন
ঝিনাইদহে ভয়াবহ অগ্নিকান্ড,  বিএনপি'র কার্যালয়সহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই! ছবির ক্যাপশন: ঝিনাইদহে ভয়াবহ অগ্নিকান্ড, বিএনপি'র কার্যালয়সহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই!
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ।। 



ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ঔষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।


শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।"


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলের বাঁশগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা