লক্ষ্মীপুর প্রতিনিধি : দখলের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছেন একভুক্তভোগী নারী।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের মরহুম আবি আবদুল্যার মেয়ে ফারজানা আক্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারজানা আক্তার বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে স্থাপনা তৈরী করতে গেলে বারবার হয়রানির শিকার হই।
জমিটি মুসারখাল পাড়ে হওয়ায় খাল দখলের অভিযোগে কয়েকটি নিউজ পোর্টালে সংবাদ পরিবেশিত হয়।
এ নিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন ও কাগজপত্র যাচাই করে খালের সিমানা নির্ধারণ করে স্থায়ী সমাধানের দাবী করেন ভুক্তভোগী নারী।
তিনি আরও জানান ইব্রাহিম ছাড়াও আরো কয়েকজন সাংবাদিক কাগজপত্র ০যাচাই না করে মনগড়া সংবাদ পরিবেশন করে। এতে করে বারবার প্রশাসনিক ভাবে তিনি বাধার মুখে পড়েন।
এই বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের বক্তব্য জানতে চেয়ে মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।