
স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেটের নকল ব্যান্ডরোল উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়েছে। গত রোববার রাত ১১ টায় ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে নকল ব্যান্ডরোল জব্দসহ আল আমিন(২০) ও শ্যামল আলী (২৬) নামে দুইজনকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই প্রতাপ কুমার সিংহ রায় জানান, রোরবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সিগারেটের এক লাখ ৬ হাজার চারশো পিস নকল ব্যান্ডরোলসহ দুইজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।