নড়াইলে ভাই ফোটার মিষ্টি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক যু্বক

নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।

নড়াইলে সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় অনুষ্ঠান ভাইফোঁটার মিষ্টি ক্রয় করতে যেয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বাধীন রায় (১৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে। তিনি দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহত স্বজনরা জানান, নিহত স্বাধীন সকালে ভাইফোটার মিষ্টি কেনার জন্য মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিলেন। নিহত স্বাধীন নড়াইল-যশোর রোডের তুলারামপু হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তার মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এর ফলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *