
নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী স্মরণে নড়াইল জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ১৪ দিনব্যাপী সুলতান মেলার ৮ম দিনে আজ শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা।