
নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ (২৪সেপ্টেম্বর) শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর চরপাড়া আশার আলো কলেজ মোড় এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, রুবেল সরদার (৩৪) জিআর ৩৮০/১৭ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছে। তিনি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া দক্ষিণপাড়া গ্রামের ওহাব সরদার এর ছেলে এবং রুবেলের সহযোগী আসামি প্রসেনজিৎ বিশ্বাস (১৯) তুলারামপুর হঠাৎপাড়া গ্রামের পার্বতী বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে, ডিবির ওসি বলেন, আসামীদেরকে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
I truly love your website.. Excellent colors & theme.
Did you create this website yourself? Please reply back as I’m wanting to create my very own website
and want to learn where you got this from or just what the theme is named.
Cheers!